বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

উষ্ণতা ছড়াচ্ছেন নেহা শর্মা


বলিউডে পা রেখেছেন অনেক আগেই। তেমন কোনো আলোচিত ছবি উপহার দিতে না পারলেও এরই মাঝে রুপালি পর্দায় আবেদনময়ী উপস্থাপন দিয়ে কেড়ে নিয়েছেন হাজারো ভক্তের হূদয়। কথা হচ্ছে নেহা শর্মাকে নিয়ে। প্রায়ই বিভিন্ন ফটোশুটে আবেদনময়ী রূপেই ধরা দেন নেহা। আর যথারীতি খোলামেলা উপস্থাপনা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এবারো তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিচে রোদ পোহাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, হাওয়ালির মাকেনা বিচে সময় কাটাচ্ছিলেন নায়িকা। বিকিনি পরা সে ছবিটি সেই বিচেরই। এই অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সিনেমার প্রয়োজনে তিনি নগ্ন হতেও দ্বিধা করবেন না। নেহার এমন মন্তব্যের পরেই পরিচালকদের কাছ থেকে সিনেমার একগাদা অফার পেলেও বুঝে-শুনেই চলচ্চিত্রে হাত দিয়েছেন এই অভিনেত্রী।

১৯৮৭ সালে জন্মগ্রহণ করা এই রূপসী অভিনেত্রী মূলত বিনোদন জগতে পা রাখেন ২০০৭ সালে তেলেগু সিনেমা চিরুথা দিয়ে। এরপর ২০১০ সালে মুহিত সুরি পরিচালিত ক্রোক হিন্দি সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।

বলিউডে নাম লেখানোর আগে নিজের মডেলিং ক্যারিয়ারে সফল ছিলেন নেহা। দিল্লির এনআইএফটি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে তালিম নিয়েছিলেন। নেহার শখের তালিকায় গান শোনা, রান্না ছাড়া নাচতেও খুব ভালোবাসেন।

নেহা কত্থক নৃত্যের জন্য আলাদা করে তালিম নেন। এছাড়া লন্ডনের পাইনাপেল ডান্স স্টুডিও থেকে সালসা, হিপ-হপ নাচও শেখেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের মাধ্যমে। ২০০৭ সালে চিরুথা নামে ছবিটি মুক্তি পায়। আর একই ইন্ডাস্ট্রিতে কুররাডু ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। ক্রোকের পর বলিউডে জয়ন্তভাই কি লাভ স্টোরি, সলোসহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন নেহা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১