আপডেট : ২৭ November ২০১৯
ডমেঠো ইঁদুর শিকার করার বিষয়ে প্যাঁচার থেকে ভালো শিকারি আর হয় না। একটি প্যাঁচা বছরে গড়ে তিন হাজার ইঁদুর মারার ক্ষমতা রাখে। একটি পূর্ণবয়স্ক প্যাঁচা থাকা মানে বছরে ৩৫ লাখ টাকার ফসল নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাওয়া। কী করে এই বিপুল পরিমাণ শস্য বাঁচায় প্যাঁচা? প্রকৃতিই তাকে এই ক্ষমতা দিয়েছে। প্যাঁচা তার মাথাকে ১৩৫ ডিগ্রি পর্যন্ত দু’দিকে সমানভাবে ঘোরানোর ক্ষমতা রাখে। যার ফলে সে তার কাঁধের পেছনেও তাকিয়ে কোনো বস্তুর চলনকে চিহ্নিত করতে পারে। শুধু তাই নয়, খাদ্যশৃঙ্খলের সর্বোচ্চ খাদক হওয়ায় খাদ্যশৃঙ্খলের একাধিক শাখায় এর অবাধ বিচরণ। সাপ থেকে শুরু করে বেজিসহ সব ধরনের প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। আর এইভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১