বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৯

ময়মনসিংহে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

ডিবির অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতরা প্রতিনিধির পাঠানো ছবি


ময়মনসিংহের বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৫পিস ইয়াবা, ৮৫০গ্রাম গাজা,২৫গ্রাম হেরোইন ও নেশা জাতীয় ৪টি ইনজেকশনসহ ৬মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল রবিবার রাতে জেলার ফুলবাড়ীয়া থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আল আমিন (২৭), সোমবার ভোরে মুক্তাগাছা থানা এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী পারভেজ (২২)কে গ্রেপ্তার করে ডিবি’র এস আই আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ।

আজ সোমবার ভোরে কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকা থেকে ৮৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৩০), রিয়াজ উদ্দিন (৭০),মাসুদ (৪৫)কে গ্রেফতার করে এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ।

এ ছাড়াও আজ সোমবার সকালে কোতোয়ালী থানাধীন রেলীর মোড় থেকে ০৪টি নেশাজতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী রাসেল মিয়া (৩২ কে গ্রেপ্তার করে এসআই শামীম আল মামুন।

সোমবার বিকেলে এ প্রতিবেধকের ইমেলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এসব তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১