বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৯

ফরিদগঞ্জ মুক্ত দিবস পালন


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকালে উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদ্যাপন কমিটি বর্ণাঢ্য র‌্যালিসহ নানা কর্মসূচী পালন করে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তি দিবস উদযাপন কমিটি সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শহীদ মিনারস্থ শহীদ স্মৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পনের পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যাহ তপদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফিজ খান, সহকারী কমান্ডার ইয়াকুব ঢালী, উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, উপজেলা যুব লীগের পক্ষে মহিউদ্দিন ভূঁইয়া ইরান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১