আপডেট : ২৫ November ২০১৯
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেছে। আজ সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে এ চা পাতা উদ্ধার করা হয়। ৫৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মঈন উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। মেজর মোঃ মঈন উদ্দিন জানান, তেলিয়াপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া চা বাগানের ২০ নং সেকশনে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১