আপডেট : ২৪ November ২০১৯
গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এমদাদুল হক (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে শ্রীপুর পৌরসভার ফালু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সে লোহাগাছ (ফালুমার্কেট) এলাকার আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদশীরা জানান, রাতে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের সংযোগ (লাইন) বিচ্ছিন্ন করতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে সহপাঠীরা বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক হুজ্জাতুল পলাশ জানান, বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি জানান, মৃত অবস্থায় হাসপাতালে তাকে আনা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১