বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৯

নারী ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


নাটোরের গুরুদাসপুরে কৃষকের জমির ধান কেটে রসুন লাগানোর অভিযোগ উঠেছে এক নারী ইউপি মেম্বারের বিরুদ্ধে। অভিযুক্ত রাহিমা বেগম উপজেলার চাপিলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য।

ভুক্তভোগী কৃষক মো. খলিল শেখ বলেন, ৩০ বছর ধরে খামারপাথুরিয়া গ্রামের ১৫ কাঠা জমি ভোগ করছি। কিন্তু গত এক বছর ধরে রাহিমা বেগমের শ্বশুর ফালু শেখ জমিতে চাষাবাদ শুরু করেন। উচ্চ আদালতে মামলা থাকলেও রাহিমা বেগমের নির্দেশে ফালু শেখ ও তার সহযোগীরা আমাদের জমি দখল করেছে। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় ফালু শেখসহ সাতজনের বিরুদ্ধে মামলা এখনো চলমান রয়েছে।

জমি দখলের বিষয় আস্বীকার করে অভিযুক্ত রাহিমা বেগম বলেন, এ জমির প্রকৃত মালিক আমার শ্বশুর ফালু শেখ। ৩০ বছর ধরে প্রতিপক্ষরা ওই জমিতে চাষাবাদ করেছে। এক বছর ধরে আমরা চাষ করছি।

এ ব্যাপারে ইউএনও মো. তমাল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১