আপডেট : ২০ November ২০১৯
সিরাজগঞ্জের তাড়াশে রাকা খাতুন(২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ সন্ধায় লাশ উদ্ধার করেছেন। নিহত গৃহবধূর স্বামীর পরিবার জানিয়েছেন, বুধবার বিকেল তিনটার দিকে গৃহবধু রাকা খাতুন ঘরের ধর্নার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে রাকার বাবার পরিবারের অভিযোগ তাকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা ও নিহতে পরিবার জানায়, দুই বছর আগে তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রাকা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়, পার্শবর্তী মাধবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলীর সাথে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১