বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৯

নরসিংদীতে চুরি হওয়া নবজাতক ৬ দিন পর উদ্ধার

নরসিংদীতে মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিক থেকে নবজাত চুরির ঘটনায় ইয়অসমিন আক্তার নাকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিনিধির পাঠানো ছবি


নরসিংদীতে মেরী স্টোপস মেটারনিটি ক্লিনিক থেকে চুরি যাওয়ার ৬ দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ইয়াসমিন আক্তার (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত ইয়াসমিন নরসিংদী শহরের বীরপুর এলাকার মৃত বাদল হোসেনের মেয়ে।

নরসিংদী মডেল থানার পুলিশ জানায়, ১০ নভেম্বর রোববার বিকেলে প্রসব ব্যাথা নিয়ে জেলার শিবপুর উপজেলার কুমরাদি গ্রামের রাজমিস্ত্রী শাহ আলম মিয়ার স্ত্রী সখিনা বেগমকে মেরী স্টোপস মেটারনিটি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অপারেশনের পর একটি কন্যা সন্তানের জন্ম হয়। বুধবার সন্ধ্যার সময় নবজাতকের মা সখিনা বেগম খাবার খেয়ে হাত ধুয়ার জন্য বাথরুমে যায়। এসময় অন্য রোগীদের নবজাতকের মার খালাতো বোন পরিচয় দিয়ে বোরকা পরিহিত এক মহিলা নবজাতককে কোলে নিয়ে বের হয়ে যায়। বাথরুম থেকে নবজাতকের মা এসে নবজাতককে দেখতে না পেলে পাশের বেডের রোগীরা জানায় আপনার খালাত বোন বাচ্চাকে নিয়ে গেছে। এসময় মহিলার পেছনে ছুটে যায় নবজাতকের মা।কিন্তু সে মহিলাকে আর খোঁজে পায় না। এ ঘটনায় নবজাতকের নানী রহিমা বেগম বাদী হয়ে শুক্রবার অঞ্জাতনামা নারীকে আসামী করে নরসিংদী মডেল থানায় চুরির মামলা দায়ের করেন। পরে ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে নবজাতকের মা সখিনা বেগমের কাছে এক নারী ফোন করে জানায় তার কাছে নবজাতকটি রয়েছে। একা এসে নবজাতককে নিয়ে যাওয়ার জন্য বলে। পরে নবজাতকের মা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ট্র্যাকিং করে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে নবজাতকে উদ্ধার করে ও নারীকে গ্রেপ্তার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ বলেন, আটক নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর আরো বিস্তারিত বলা যাবে। আর শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১