বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৯

মহাদেবপুরে আমন ধান সংগ্রহের উদ্বোধন

মহাদেবপুর প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আম ধান সংগ্রহের উদ্বোধন করছেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য মোছ ছলিম উদ্দীন তরফদার সেলিম প্রতিনিধির পাঠানো ছবি


নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার ২০১৯-২০ এর  উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মহাদেবপুর এলএসডিতে আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উদ্বোধন করেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শওকত জামিল প্রধান। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাইহানুল হক লুসা, উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজাউন নবী আনছারী বাবু, মহাদেবপুর ওসিএলএসডি আব্দুস সালাম মন্ডল, মহিষবাথান ওসিএলএসডি আবুল কালাম আজাদ, মাতাজীহাট ওসিএলএসডি সোহেল রানা প্রমুখ।

এই উপজেলার তিনটি গুদামে ২৬ টাকা কেজি দরে মোট ২৯১০ মেট্রিক টন আমন ধান কৃষকের কাছ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শওকত জামিল প্রধান জানান। প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম বলেন, লটারীর মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে স্বচ্ছতার ভিত্তিতে আমন ধান সংগ্রহ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১