আপডেট : ১৯ November ২০১৯
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে লবন বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার বিকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাশ শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি দামে লবন বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী নুরু মিয়া ও সুনিল চন্দ্রকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লবনের দাম বৃদ্ধি ও সংকটের গুজব ঠেকাতে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান মাইকিং করে শহরের ব্যবসায়ীদের ন্যয্য মুল্যে লবন বিক্রি ও লবন মজুদ না করতে হ্যান্ড মাইক দিয়ে ব্যবসায়ীসহ সবাইকে সচেতন করেন। প্রশাসনের এ মাইকিং শুনে বাজার মূল্য নিয়ন্ত্রনে আসায় স্বস্তি প্রকাশ করেন মানুষ। গুজব বন্ধে প্রশাসন এ দ্রুত পদক্ষেপ নেয়ায় সাধারণ মানুষ প্রশাসনকে ধণ্যবাদ জানান। একইদিন দুপুরে পৌর শহরে পেয়াজের মূল্য তালিকা প্রকাশ্যে না টানানোর অভিযোগে এব দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় চার ব্যবসায়ীকে এক লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১