আপডেট : ১৯ November ২০১৯
ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে আগামী এক সাপ্তাহ পেঁয়াজ বর্জনের জন্য শপথ পাঠ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিওয়াইবি নোবিপ্রবি শাখার সভাপতি মাইনুদ্দিন পাঠানের সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে শপথ পাঠ করে ভোক্তা অধিকার সংগঠনটির নোবিপ্রবি শাখার সদস্যরা। তাদের পাঠকৃত শপথ বাক্যটি হলো- “আমি শপথ করিতেছি যে, সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধির অপরাধ। এর মাধ্যমে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়। সিন্ডিকেটের নির্ধারিত মূল্যে পণ্য কেনা মানে এই অপরাধীদের প্রশ্রয় দেয়া। তাই সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছি এবং ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে আমি শপথ করছি যে, বাজার নিয়ন্ত্রণে আনতে আগামী ৭ দিন (১৯-২৬ নভেম্বর) নিজে পেঁয়াজ খাবো না, বাসায়ও পেঁয়াজ ঢুকতে দেব না। এছাড়া স্বজন, প্রতিবেশীদেরও পেঁয়াজ খাওয়া বন্ধ করার অনুরোধ করছি।” উল্লেখ্য ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি এর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১