আপডেট : ১৭ November ২০১৯
শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওয়ার্কশপ অন এডাল্টস ইন স্কাউটিং’। বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সাপোর্ট সেন্টারের সহায়তায় ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ স্কাউটস এর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে। ওয়ার্কশপে ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালেশিয়া, নেপাল, ভিয়েতনাম, সিংগাপুর, হংকং, জাপান, মালদ্বীপের ২১জন এবং বাংলাদেশের ৩৭ জন স্কাউট অংশগ্রহণ করছেন। ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন স্কাউটার ফেরদৌস আহমেদ, জাতীয় কমিশনার (অ্যাডাল্ট ইন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস। ওয়ার্কশপে এডাল্টস ইন স্কাউটিং পলিসি, এডাল্ট লাইফ সাইকেল, এডাল্টস ইন স্কাউটিং, ন্যাশনাল স্কাউট অরগানাইজেশন চ্যালেঞ্জেস, এডাল্টস ইন স্কাউটিং সাপোর্ট টু ইয়ুথ প্রোগ্রাম পলিসি এন্ড ইয়ুথ ইনভলভমেন্ট পলিসি, সেভ ফরম হার্ম এবং ওয়াল্ড অরগানাইজেশন অব স্কাউটস মুভমেন্ট এর কোড অব কন্ডাক্ট ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১