আপডেট : ১৫ November ২০১৯
দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেল। গেল বছরের নভেম্বর বিয়ে করেছিলেন বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। রাজকীয় সাজে মহা ধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে হয় তাদের বিয়ের অনুষ্ঠান। গতকাল ১৪ নভেম্বর ছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটি কীভাবে কাটিয়েছেন তারা? জানা গেল, খুব জাঁকজমক করে নয়, পরিবারের সঙ্গে সাদামাটা আয়োজনে বিবাহবার্ষিকী পালন করেছেন। খুনসুটি আর ঝগড়া-ঝাটিতেই তারা পার করলেন এই এক বছর। বুধবার রাতেই তারা উড়ে গেলেন তিরুপতি মন্দির। বুধবার প্রথমে তিরুপতিতে পুজো দিয়ে তারা যান পদ্মাবতী মন্দিরে। সেখান থেকে আজ ১৫ নভেম্বর অমৃতসর হয়ে ফিরে আসবেন মুম্বাই। উড়ে যাওয়ার আগে একান্ত সাক্ষাৎকারে দীপিকা জানালেন বিয়ের আগে আর পরে এমন কিছু পরিবর্তন তার জীবনে আসেনি। কাজ নিয়ে দুজনেই ব্যস্ত থাকেন। তবু এরই মধ্যে সময় বার করে তারা একে অপরের সঙ্গে সময় কাটান। বহুদিন দুজনে ব্যস্ত থাকলে তারা ঠিক করে রাখেন যে কয়েকদিনের ব্রেকে তারা কোথাও দুজনে ঘুরে আসবেন। তবে যখন ক্যামেরার সামনে তারা অভিনয় করেন তখন মাথায় রাখেন না যে তারা স্বামী-স্ত্রী। নিজেদের সেরাটুকু দিয়ে অভিনয়ের চেষ্টা করেন। আর হ্যাঁ, দীপিকা জানিয়েছেন তারা দুজনেই কাজপাগল। কাজ নিয়েই পাগলামি করতে চান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১