আপডেট : ১৪ November ২০১৯
কুমিল্লায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার শাইলচর এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আজ সকালে দেবিদ্বার উপজেলার শাইলচর এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১