বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০১৯

ধামইরহাটে ৭ দলিল লেখকের লাইন্সেস বাতিল


নওগাঁর ধামইরহাটে ভূয়া সার্টিফিকেট দেয়ায় ৭জন দলিল লেখকের লাইন্সেস বাতিল করা হয়েছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলা সাব রেজিষ্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতিতে ভর্তি হয়ার জন্য শিক্ষিত-অশিক্ষিত লোকেরা হুমড়ি খেয়ে পড়েছিলেন। দলিল লেখক হতে সর্বশেষ যোগ্যতা নির্ধারণ করা হয় মাধ্যমিক পাস। কিন্তু অনেকে মাধ্যমিক পাস না করে ভূয়া সার্টিফিকেট দিয়ে দলিল লেখকের লাইন্সেস পেয়ে যায়।

এ ব্যাপারে ধামইরহাট সাব রেজিষ্ট্রার মো.তাহাজ্জোদ হোসেন বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার ধামইরহাট দলিল লেখক সমিতির সকল সদস্যদের এসএসসির সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। এতে ৭জন দলিল লেখকের এসএসসির সনদ জাল বা ভূয়া প্রমাণিত হলে তাদের লাইন্সেস বাতিল করেন জেলা রেজিষ্ট্রার।

লাইন্সেস বাতিলকৃত দলিল লেখকরা হলেন মোখলেছুুর রহমান, বদিউজ্জামান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল ওহাব, বরিউল ইসলাম, আবু মুসা ও হাফিজার রহমান। বর্তমানে ধামইরহাট দলিল লেখক সমিতিতে সদস্য রয়েছেন ১শত ৪৭জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১