বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৯

দুমকিতে গাছ চাপায় শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘর বাড়ি বিধ্বস্ত, আহত ৩


অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র তান্ডবে পটুয়াখালীর দুমকিতে গাছ উপড়ে পড়ে বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও একই পরিবারের শিশুসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গেল শনিবার ভোররাতে (সাড়ে ৩টা) উপজেলা শহরের পিরতলা বাজার সংলগ্ন চৌকিদার বাড়িতে গাছ উপড়ে ঘরচাঁপা পড়ার দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় মো: রুহুল আমীন (৫৫) জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র তান্ডব শুরু হলেও সিদ্দিক মোল্লার পরিবারের লোকজন টিনের বসত ঘরটিতে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়ে পুকুর পাড়ের একটি বিশাল কড়াইগাছ উপড়ে চাপা পড়লে সিদ্দিক মোল্লার বসত ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এতে সিদ্দিক মোল্লা (৩৫), পারুল বেগম (৩০) রেহেনা বেগম (৫৫) ও মিতা (৩) ঘরের নীচে চাপা পড়ে আহত হয়। বাড়ির ও প্রতিবেশী লোকজন ছুটে গিয়ে আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়।

অপরদিকে পাঙ্গাশিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠান এ.বি.এন মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবন গাছ পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, গাছ উপড়ে বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত হওয়ায় অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে উপজেলার চরগরবদি গ্রামের সোহরাব হোসেন খান, শ্রীরামপুর ইউনিয়নের মুছা হাওলাদার, পাংগাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের ফোকান মৃধা, কাঞ্চন আকন, সুলতান মল্লিক, বাকের মাওলানাসহ বিভিন্ন এলাকায় অন্তত ৪০/৫০ বসত ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

এছাড়া ঘূর্ণিঝড়ে উপজেলার সর্বত্রই গাছ-পালা উপড়ে ও ডালপালা ভেঙ্গে ও আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত পায়রা নদীর তীরবর্তি পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ, চান্দখালী, মধ্য পাংগাশিয়া, হাজির হাট এলাকায় ব্যাপক গাছপালা উপড়ে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য ইউপি চেয়ারম্যানদের তালিকা তৈরী করে রিপোর্ট করার নির্দেশ দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১