আপডেট : ১১ November ২০১৯
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে দুর্ঘটনায় নিরঞ্জন কুমার সাহা নিরু (৫৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ী মহল্লার মৃত বদ্যনাথ সাহারা পুত্র ও নর্থ বেঙ্গল সুগার মিলের মিলহাউজ ফিটার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় চার ঘন্টা মিলে আখ মাড়াই বন্ধ ছিল। নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, রোববার দিন গত রাত সাড়ে বারটার দিকে মিলের মিল হাউজ ভ্যাগাজ এলিভেটার আটকে যায়। তখন সেখানে কর্মরত নিরঞ্জন কুমার সাহা নিরু সেটি মেরামত (পরিস্কার) করতে থাকলে হঠাৎ করে সেটি সচল হয়ে যায়। এসময় তিনি ওই ফিতায় আটকে গেলে মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম এডমিন আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিরঞ্জন কুমার সাহা নিরুর মৃত্যু একটি দুর্ঘটনা, তার মৃত্যুতে মিলের সকল কর্মকর্তা, শ্রমিক, কর্মচারী সকলেই শোকাহত। শোকাহত পরিবেশের কারনে চার ঘন্টা মিলে আখ মাড়াই বন্ধ ছিল, সকাল থেকে আবার মিলে মাড়াই শুরু হয়েছে। উল্লেখ্য গত ৮ নভেম্বর মিলে ২০১৯-২০২০ আখ মাড়াই শুরু হয়। আর আখ মাড়াইরে দুই দিনের মধ্যে এ দুর্ঘটনা ঘটলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১