বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৯

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ


বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। স্থানীয় সময় রোববার এক টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ পদত্যাগের কথা জানান।

টেলিভিশন ভাষণে ইভো মোরালেস বলেন, দেশের মঙ্গলের স্বার্থে আমি পদত্যাগ করছি। দেশটির বর্তমান অস্থিতিশীলতার জন্য বিরোধীপক্ষকে দায়ী করেন তিনি। খবর গার্ডিয়ানের

ইভো মোরালেসের পদত্যাগের ঘোষণার পরপরই ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরাও পদত্যাগ করেন।

গত ২০ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সুস্পষ্ট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়। শান্তি বজায় রাখতে ইভো মোরালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল দেশটির সেনাবাহিনীও।  

কারচুপির বিষয়ে অভিযোগ ওঠার পর থেকেই গত কয়েক সপ্তাহ ধরে বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিল কয়েকজন পুলিশ সদস্যও।

২০০৬ সাল থেকে বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইভো মোরালেস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১