আপডেট : ০৯ November ২০১৯
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শনিবার আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার জেএসসির সাধারণ বিজ্ঞান ও জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে। এর আগে ঘূর্ণিঝড় 'বুলবুল'-এর কারণে জেএসসি ও জেডিসির শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়া জেএসসির এই পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি ১৪ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১