আপডেট : ০৬ November ২০১৯
দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে মোঃ সোহাগ রেজা (২৩) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিচারক। আজ বুধবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এই রায় প্রদান করেন। ধর্ষক মোঃ সোহাগ রেজা দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মহসিন আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, সোহাগ রেজা বিয়ের প্রলোভন দেখিয়ে দিনাজপুর শহরের ১ যুবতীকে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৪জুন পর্যন্ত ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার যুবতী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করে। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামী পক্ষে পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১