বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০১৯

মোবাইল চুরির দায়ে দুই বছর কারাদণ্ড


মাত্র ৯২০ টাকা ও একটি মোবাইল ফোন চুরির অভিযোগে দুই প্রবাসীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক আদালত। আমিরাতের রাস আলখাইমাহ অপরাধ আদালতের বিচারক এশীয় ওই দুই প্রবাসীকে মোবাইল চুরির দায়ে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেছেন। গত সোমবার আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে বলেছে, আদালতের প্রধান বিচারক সামেহ শাকের সাজা শেষে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানোরও নির্দেশ দিয়েছেন। আদালতের নথিতে বলা হয়েছে, রাস আলখাইমাহর জাজিরা আল হামরা এলাকার একটি শ্রম শিবিরের কাছে এক শ্রমিককে আটক করেন অভিযুক্তরা। ওই শ্রমিকের কাছে গ্যাস লাইট চান তারা। এ সময় হঠাৎ তাকে পেছন থেকে সজোরে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে তার পকেট থেকে মোবাইল ফোন ও আমিরাতি ৪০ দিরহাম (বাংলাদেশি ৯২০ টাকা) ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ওই শ্রমিক মাটি থেকে ওঠে সাইকেল পলায়নরত দুই ছিনতাইকারীকে পেছন থেকে টেনে ধরেন। তাদের মধ্যে একজন জাপটে ধরে মাটিতে ফেলেন। সহায়তার জন্য চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে অন্যজনকেও ধরে ফেলে। রাস আলখাইমাহ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে রাস আলখাইমাহ আদালতে তোলা হয় তাদের। আদালত এ দুজনের বিরুদ্ধে মারধর এবং ছিনতাইয়ের অভিযোগ গঠন করে। রাস আলখাইমাহর ফৌজদারি আদালতে সন্দেহভাজন এ দুই ছিনতাইকারী তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১