আপডেট : ০৫ November ২০১৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান (২৯) নামে এক তরুণ শিক্ষক নিহত হয়েছেন। এসময় আরো দুজন আহত হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে খান বাহাদুর ইসমাঈল সড়কের গফরগাঁও সরকারি কলেজের সামনে ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ে গণিতের শিক্ষক ছিলেন। মিজানুর রহমান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি শেরপুরের নালিতাবাড়ি থানার মৃত বদর উদ্দিনের ছেলে। আহতরা হলেন, সাগর (২০) ও শাকিল (২০)। জানা যায়, নিহত শিক্ষক মিজানুর রহমান সোমবার রাত পৌনে ১০টা নাগাদ গফরগাঁও সরকারি হোস্টেলের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল মিজানুর রহমানকে চাপা দিয়ে উল্টে যায়। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসাধীন সাগরের অবস্থাও আশঙ্কা জনক বলে জানান ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১