আপডেট : ০৫ November ২০১৯
সিরাজগঞ্জের তাড়াশে নিরাপদ মাতৃত্ব ও শিশু সুরক্ষা বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় বাস্তবায়নকারী সংস্থা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান প্রমূখ। স্বাস্থ্য পরিদর্শক আতাহার হোসেনের সঞ্চালনায় প্রথম ব্যাচের প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের ৩৫ জন স্বাস্থ্য কর্মী অংশ নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১