বাংলাদেশের খবর

আপডেট : ০৫ November ২০১৯

কুমিল্লায় গৃহবধূকে গলাকেটে হত্যা


কুমিল্লার আদর্শ সদর উপজেলার হাতিগাড়ায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী এক যুবক। আজ মঙ্গলবার ভোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন প্রতিবেশী শানু বেগমের ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে আহত করে। শানু বেগম এসময় পিঠা তৈরী করছিল। হঠাৎ করে তার ঘরে ঢুকায় দেলোয়ারকে শানু বেগম বকা দিলে সে এ ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানায়। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে।

ঘাতক দেলোয়রকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খাদঘর এলকা থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার খাদঘর এলাকা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারনা করছে দুর্বৃত্তরা ওই কিশোরীকে হত্যার পর রাতের আধারে ফেলে রেখে পালিয়ে যায়। 

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, নিহত ওই কিশোরীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ ক‍রা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১