বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৯

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ১টি কেন্দ্র অনিবার্য কারণবশত: পরিবর্তন করা হয়েছে। প্রবেশপত্রে উল্লেখিত কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে বর্ডার গার্ড পাবলিক স্কুল, কোটবাড়ী, কুমিল্লা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রের পরীক্ষার্থীদের এসএমএস, টেলিফোন ও বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি অবগত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অন্যান্য ইউনিটের এবং ‘বি’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত অন্যান্য কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সকল শর্ত অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১