আপডেট : ০৩ November ২০১৯
‘পোড়ামন ২’ ও ‘দহন’-খ্যাত নির্মাতা রায়হান রাফীর তৃতীয় চলচ্চিত্র ‘পরান’। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা মুক্তির। আর তাইতো প্রকাশ করা হলো ছবিটির ফার্স্ট লুক। প্রথম দর্শনের সবার প্রশংসায় ভাসছে পোস্টারটি।
পোস্টারটিতে রাজ-মিম-ইয়াশকে অন্যরকমভাবে পাওয়া গেছে। ত্রিভুজ প্রেমের ছবি ‘পরান’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস।
গত সেপ্টেম্বর ময়মনসিংহে মাসজুড়ে ‘পরান’ ছবির শুটিং হয়। ‘পরান’ নিয়ে নির্মাতা বলেন, ‘পরান’ দিয়ে আবারো রোমান্টিক সিনেমা নিয়ে আসছি। ২০২০ সালের ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্পে মাখা ‘পরান’ মুক্তি দিতে চাই।
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরীফুল রাজসহ আরো অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১