বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৯

সাগরে তলিয়ে যাবে মুম্বাই-কলকাতা


আগামী ৩০ বছরে অর্থাৎ ২০৫০ সালের মধ্যে সাগরের তলে চলে যেতে পারে ভারতের মুম্বাই ও কলকাতা শহর। বিশ্বের কার্বন নির্গমনের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বে সমুদ্রের পানির স্তর অন্তত এক মিটার বৃদ্ধি পাবে। ৱ

এর নেতিবাচক প্রভাব শুধু ভারত নয়, চীন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও জাপানের বিভিন্ন অঞ্চলের ওপরও পড়বে। জলবায়ু পরিবর্তনের জেরে এসব অঞ্চলে পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের তলায় চলে যেতে পারে সমুদ্র উপকূলবর্তী বহু শহর।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘ক্লাইমেট সেন্ট্রাল সংস্থার’ গবেষণাপত্রে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে সমুদ্রের পানির স্তরের মাত্রা এতটাই বৃদ্ধি পাবে, এর ফলে বহু মানুষ তাদের বাসস্থান হারাবে। সমুদ্র উপকূলের বহু শহর পানির তলায় চলে যাবে। গত বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

রিপোর্টে ‘নিউইয়র্ক টাইমস’-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, নতুন পূর্বাভাস অনুযায়ী ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা বেশি।

-


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১