আপডেট : ২৭ October ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স (২৭) বছর। আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে একটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করে । এসময় ট্রাকের চাপায় মোটরসাইকেকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে মোটরসাইকেল নিয়ে চালক দ্রুতগতিতে পালিয়ে যায়। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান জানান, নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১