আপডেট : ২৭ October ২০১৯
পটুয়াখালীর দুমকিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা ও পাতাবুনিয়া নদীতে মা-ইলিশ শিকারের দায়ে আটককৃত ৬ জেলের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতশনিবার রাত সাড়ে ৮টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রথম শ্রেণীর নির্বাহী মেজিষ্ট্রেট ও দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই রায় প্রদান করেন। আটককৃতরা হলেন, ৬ জেলে সোহেল খলিফা (২৯), সরোয়ার (২৮), সুলতান মিনা(৫৫), রাকিব বিশ্বাস (২০), কাইয়ুম (১৫), নান্নু আকন (৪৫)। এদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের সহকারি ফিল্ড কর্মকর্তা মো: সাইফুল ইসলাম শাহিন জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা পায়রা ও পাতাবুনিয়া নদীতে অভিযান চালিয়ে ২হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল জব্দ ও ৬ জেলেকে আটক করে মৎস্য বিভাগের অভিযানিক টিম। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন , থানা পুলিশ, কোস্টগার্ড ও র্যাব-৮ টিম অভিযানে অংশ নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১