বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৯

এবার 'অপসারণ মঞ্চ' থেকে জাবি উপাচার্যের অপসারণ দাবি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার অপসারণ মঞ্চ তৈরি করে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবি করেছেন আন্দোলনকারীরা। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে "অপসারণ মঞ্চ" তৈরি করে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় কোনো কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেনি। 

কর্মসূচী পালন শেষে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ তৈরি করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন তারা। এই সময় আন্দোলনকারী ও ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্ম বলেন, আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন। এর মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচী পালনেরও ঘোষণা দেন তিনি।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘এ আন্দোলন কোনো ব্যাক্তিবিশেষকে অপসারণের আন্দোলন নয়। এটি একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক বিশ্ববিদ্যালয় গড়ার আন্দোলন।’

বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘ভিসির বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজের বিরুদ্ধে এই যৌক্তিক আন্দোলনকে বানচালের জন্য প্রশাসন নানা নাটক করছে। তাই নাটক পরিহার করে দুর্নীতির দায়ে ভিসির অপসারণ হওয়া জরুরি।’

ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) জাবি শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত দে’র সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মুখপাত্র আরমানুল ইসলাম খান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১