আপডেট : ২৭ October ২০১৯
কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে মাটির দেয়াল চাপায় নেয়ারুন বেগম (৩৫) নামক এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। নেয়ারুন বেগম উনিয়নের বিলেরপার গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী তার ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা যায়, নেয়ারুন শনিবার বিকেলে পানি আনতে টিউবওয়েলে (নলকুপে) যান। সেই টিউবওয়েলের পাশ্ববর্তী মাটির ঘরের দেয়াল নিম্নচাপের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টিতে নরম হয়ে যায়। নেয়ারুন বেগম টিউবওয়েল থেকে পানি আনার মুহুর্তে সেই মাটির দেয়াল তার উপর ধ্বসে পড়ে। এতে মাটি চাপায় গৃৃৃহবধু নেয়ারুন গুরুতর আহত হন। আহত অবস্থায় বাড়িতে লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১