আপডেট : ২৬ October ২০১৯
আমেরিকান টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন ইনস্টাগ্রামে প্রোফাইল খুলেছেন গত সপ্তাহের মঙ্গলবার সকালে। আর প্রথম দিনেই ‘ফ্রেন্ডস’ সিরিজের সহ-অভিনেতাদের নিয়ে সেলফি পোস্ট দিয়ে গড়েছেন গিনেজ রেকর্ড। ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘আমরা এখন ইনস্টাগ্রামেও “ফ্রেন্ডস”। হাই ইনস্টাগ্রাম।’ সেলফি পোস্ট দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ফলোয়ারদের লাইক এবং কমেন্টে ভরে যায়। ৫ ঘণ্টা ১৬ মিনিটের মাথায় ফলোয়ারের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। আর এতেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের টনক নড়ে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের বুধবারে ঘোষণা অনুসারে বিজনেসইনসাইডার ডটকম জানায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্রুততম সময়ের মধ্যে সাড়া ফেলে অ্যানিস্টন রেকর্ড গড়েছেন। অ্যানিস্টনের আগে ‘ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স’, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের পোস্টের জন্য অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘সাসেক্সরয়াল’ এই রেকর্ডের অধিকারী ছিল। এপ্রিল মাসে এই পোস্ট ১০ লাখ ফলোয়ারের কাছে পৌঁছতে সময় নেয় ৫ ঘণ্টা ৪৫ মিনিট। তার আগে এই রেকর্ড গড়েছিলেন কোরিয়ান পপ সংগীতশিল্পী কাঙ ডেনিয়েল। যার পোস্ট ১০ লাখ ফলোয়ারের কাছে পৌঁছেছিল ১১ ঘণ্টা ৩৬ মিনিটে। তবে পঞ্চাশের ঘরে পা রাখা অ্যানিস্টন এই রেকর্ড ভাঙার জন্য ইনস্টাগ্রাম খোলেননি। সামনে শুরু হতে যাওয়া তার নতুন টিভি সিরিজ ‘দ্য মর্নিং শো’র একটি ছোট ভিডিও ক্লিপ তিনি পোস্ট করেন। যেখানে দেখা যায়, তিনি বিরক্ত হয়ে একটি ফোন ছুড়ে ফেলছেন। আর এই ভিডিও পোস্টের নিচে তিনি মজা করে লেখেন, ‘আই সয়ার আই ডিডন’ট মিন টু ব্রেইক ইট... থ্যাংক ইউ গাইজ ফর দ্য কাইন্ড, গ্লিটচি ওয়েলকাম।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১