বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

আটক শিবির নেতার বিচার দাবিতে জাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটককৃত শিবির নেতাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ছবি : বাংলাদেশের খবর


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটককৃত শিবির নেতাদের বিচার এবং স্বাধীনতাবিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি মো: জুয়েল রানার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশ থেকে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রলীগের পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করা হয়। 

দাবি সমূহ হলো: বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটককৃত শিবির নেতাদের দ্রুত সময়ের ভিতর শাস্তি নিশ্চিত করতে হবে, মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাদের শনাক্ত করে রাষ্ট্রীয় আইনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে ও বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করতে হবে, আটককৃত শিবির নেতাদের সাথে বিশ্ববিদ্যালয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত এবং রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা সৃষ্টির ‘অপচেষ্টায়’ লিপ্ত ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

সভাপতি জুয়েল রানা বলেন, কোনো অপশক্তি দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে দমাতে পারবে না। আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনকে পুঁজি করে দুষ্কৃতিকারী ছাত্রশিবির অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। জাবি ছাত্রলীগ এই অপতৎপরতাকে দমাতে সবসময় বদ্ধপরিকর। জাহাঙ্গীরনগরের মাটিতে শিবিরের কোনো ঠাঁই নাই। অতিদ্রুত গ্রেফতার হওয়া শিবির নেতাদের শাস্তি দাবি করছি। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১