বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০১৯

বিএনপির এমপি হারুনের ৫ বছরের কারাদণ্ড

বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদ সংগৃহীত ছবি


শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় আনা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত বিএনপির এমপি এবং দলের যুগ্ম মহাসচিব।

রায়ে পলাতক আসামি চ্যানেল ৯-এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া পলাতক আসামি ইশতিয়াক সাদেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১