আপডেট : ২১ October ২০১৯
রাজবাড়ীর গোয়ালন্দে বৃদ্ধাকে লাঞ্চিত করার অপরাধে ফরিদ মন্ডল (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকেলে এ রায় দেয়। ফরিদ মন্ডল (২৪) সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তাহের কাজীর পাড়া গ্রামের আ. জব্বারের ছেলে। লাঞ্চনার শিকার রোকেয়া বেগম (৬০) জানান, ফরিদ মন্ডলের ভাই শরীফ মন্ডলের ৩/৪ দিন আগে মাদক সেবনের দায়ে কারাদণ্ড হয়। তার ছেলে সোহেল রানা (২৭) একটি অনলাইনে প্রকাশিত সংবাদ ফরিদের মাকে দেখানোয় সে (ফরিদ) ক্ষিপ্ত হয়ে তাকে (রোকেয়া বেগম) শারীরিক ভাবে লাঞ্চিত করে। বিষয়টি তিনি থানা পুলিশকে জানালে পুলিশ ফরিদকে আটক করে ভ্রামমান আদালতে হাজির করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃদ্ধা মহিলাকে শারীরিক ভাবে লঞ্চনার অপরাধে ফরিদকে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১