বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০১৯

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর

১৩টি চোরাই গর্জন গাছসহ গাড়ী জব্দ

কক্সবাজারের পেকুয়ায় ১৩টি গর্জন গাছসহ মিনি ট্রাক জব্দ প্রতিনিধির পাঠানো ছবি


গত ২০ অক্টোবর দৈনিক বাংলাদেশের খবরের অনলাইনে ‘মূল্যবান চোরাই কাঠে তৈরী হচ্ছে বোট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে বনবিভাগের টনক নড়েছে।

গতকাল বরিবার (২১ অক্টোবর) গভীর রাতে কক্সবাজারের পেকুয়ায় ১৩টি চোরাই গর্জন গাছসহ একটি গাড়ী (মিনি ট্রাক নং চট্টমেট্রো ন ১১-৬৫৮৩) জব্দ করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের বন কর্মকর্তা-কর্মচারীরা। এসব কাঠ বোট তৈরীর জন্য চিহিৃত চোরাই কাঠ পাচারকারী দল স্থানীয় স’মিলে নিয়ে যাচ্ছিল।

গোপন সুত্রে খবর পেয়ে বন বিভাগের অভিযানে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বাঁশখালী সীমান্ত ব্রিজ এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রেঞ্জকর্মকর্তা জানান, আটককৃত কাঠ চোরদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১