আপডেট : ১৯ October ২০১৯
বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়ার আসরে হানা দিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত গভির রাতে নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের আলেপ খার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে। আজ শনিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, মালেক খান(৪০), মনিরুল ইসলাম(৪৫), সেলিম খান(৪৫), ইদ্রিস হাওলাদার(৩৫), সেলিম শেখ(৫৫) ও টুকু শেখ(৪০)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। মামলা দিয়ে তাদেও আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১