আপডেট : ১৯ October ২০১৯
হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য একটি ট্রাক চালক। এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ গিয়ে লাশ এবং আহতদের উদ্ধার করে। শনিবার ভোররাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার নারাতপাড়া গ্রামের রহমত আলীর ছেলে বাবু মিয়া এবং একই এলাকার মোস্তাফার ছেলে রহমত আলী। আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১