বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০১৯

টঙ্গীবাড়িতে মা ইলিশ বেচা-কেনায় শিক্ষক সহ ৬ জনের দণ্ড

টঙ্গীবাড়িতে মা ইলিশ বেচা-কেনায় শিক্ষক সহ ৬ জনের দণ্ড প্রতিনিধির পাঠানো ছবি


মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে মা ইলিশ ক্রয়-বিক্রয়ের দায়ে উবার চালক, শিক্ষক সহ ছয় জনকে দণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন। উবার চালক ও দুই জন যাত্রী মাছ ক্রয় করায় তিন জনকে ১০ দিন করে কারাদ- দেওয়ার পাশাপাশি বাকি বিক্রেতা তিন জনকে তিন দিন করে দণ্ড দেয়া হয়েছে।

আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে এসব দণ্ড দেন।

দশ দিনের কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উবার চালক পরিবহনে সহায়তা করায় বরগুনা জেলার তালতলীর মো: মামুন মৃধা, মাছ ধরায় জেলে শরীয়তপুর জেলার নড়িয়ার সন্তোষ চন্দ্র এবং টঙ্গীবাড়ীর বাইনখাড়ার রাজু। আর তিন করে করে দন্ডপ্রাপ্তরা হলেন মাছ ক্রেতা টঙ্গীবাড়ীর হাসাইলের শিক্ষক মো: ফরিদ উদ্দিন, মুন্সীগঞ্জ সদর থানার মধ্য মহাখালীর মসিউর আলম ও জজ মিয়া। আটকে সহায়তা করেন উপজেলা মৎস কর্মকর্তা জাকির মৃর্ধা, ক্যাব ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।

সকাল থেকে বিকাল পযর্ন্ত উপজেলার বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে জব্দ হওয়া মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১