আপডেট : ১৭ October ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর মার্কেটের তৃতীয় তলায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলার সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধার আবদুল কুদ্দুশ, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি রানাউল ইসলাম রানা, সাংবাদিক আহসান হাবিব, তারেক রহমান, আমিনুল হক সোনাসহ অন্যরা। এতে পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লার পুলিশ সুপার। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১