আপডেট : ১৭ October ২০১৯
নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসপাতাল এলাকা থেকে রাজু আহম্মেদ (৩৫) নামে একজনকে ১৬ পুড়িয়া হেরোইনসহ আটক করে। আটককৃত রাজু নওগাঁ সদরের পার নওগাঁ সরদার পাড়া মহল্লার আজিজার রহমানের ছেলে। একই সময় পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রমজান আলীর ছেলে জহুরুল হক (২৮) কে ২১ পুড়িয়া হেরোইনসহ আটক করে। এছাড়া গতকাল বুধবার সন্ধ্যায় বেলোবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের জামিল প্রামাণিকের ছেলে লিটন প্রামাণিক (৩০) কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করে। রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১