আপডেট : ১৭ October ২০১৯
সাতক্ষীরার তালার পাটকেলঘাটায় আব্দুর রাজ্জাক নামের এক মশারী ব্যবসায়ী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯ টার সময় পাটকেলঘাটার মজুমদার পেট্রোল পাম্প থেকে মটর সাইকেলে পেট্রোল নিয়ে সাতক্ষীরা-খুলনা মহসড়কে উঠলে ঢাকাগামী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হাইওয়ে পুলিশ পরিবহনটি আটকের চেষ্টা করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১