বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৯

পদ্মার সেতুর অগ্রগতি ৮৪ শতাংশ: ওবায়দুল কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মার মুল সেতুর বাস্তব কাজের অগ্রগতি হয়েছে ৮৪ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ৭৫ শতাংশ।

তিনি বলেন, ২০২১ সালের জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প শেষ করার টার্গেট নিয়ে কাজ চলছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার পদ্মা সেতু ভিজিটরস সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৩২ টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। বাকী ১০টির কাজ চলমান আছে।

এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১