বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৯

মাশরাফিদের অভিনন্দন ফুটবল টিমকে


ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠের খেলায় শক্তির পার্থক্য বুঝতেই দেননি জামাল ভুঁইয়ারা। বরং ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করার আগ পর্যন্ত এগিয়ে ছিল সফরকারীরাই। শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হলেও বাংলাদেশের খেলায় মুগ্ধ সবাই।

মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। পুরো ম্যাচে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন ইয়াসিন খান, রিয়াদুল ইসলাম, রায়হান, জামাল ভুঁইয়ারা, তাতে ম্যাচটা জেতার কথা ছিল বাংলাদেশেরই। ভারতের মাটিতে জামাল-সাদদের অসাধারণ পারফরম্যান্সে আনন্দে ভেসেছে পুরো বাংলাদেশ। বাদ যাননি জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমসহ অনেক ক্রিকেট তারকা।  টাইগার ওয়ানডে দলপতি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দারুণ খেলেছ তোমরা। শেষ মুহূর্তে গোল হজম করলেও তোমাদের নিয়ে আমরা গর্বিত। চলো মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে নজর দিই আমরা।’

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘ছেলেদের জন্য দুর্ভাগ্যই বটে। তবে মাঠের নিবেদন ও পরিশ্রম দেখে আমরা গর্বিত। পরের বার হবে ইনশাআল্লাহ্। সব সময় সমর্থন থাকবে।’

দেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল দল দারুণ খেলেছে। সামনে এর চেয়েও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায়।’ তবে বাকিদের চেয়ে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের ফেসবুক পোস্ট আলাদা নজর কেড়েছে, ‘আমাদের স্বপ্নগুলো এভাবেই ভেঙে যায়। হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে। অভিনন্দন বাংলাদেশ।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১