আপডেট : ১৬ October ২০১৯
নেত্রকোনার পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চান মিয়া (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে পূর্বধলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শ্যামগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে । নিহত চান মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, চান মিয়া পিকআপে করে ময়মনসিংহ যাচ্ছিলেন। পরে শ্যামগঞ্জ বাজার এলাকায় এসে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাড় করানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি উল্টে যাওয়া ওই পিকআপ আরোহী চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান। নাজমুল ইসলাম আরো জানান, ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পিকআপ চালক পালিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১