বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০১৯

পাকিস্তান সফরে আগ্রহী আয়ারল্যান্ড


আয়ারল্যান্ড দল প্রথম টেস্ট খেলেছে নিজেদের মাটিতে পাকিস্তানের সঙ্গে। এবার পাকিস্তানের মাটিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে পাকিস্তানের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেছেন আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ও বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককলাম।

আইরিশদের টেস্ট ইতিহাসের শুরুতে সঙ্গী হয়েছিল এই পাকিস্তান। টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর গত বছর মে মাসে আয়ারল্যান্ড নিজেদের মাটিতে প্রথম টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তাই পাকিস্তানে সফর করতে ভীষণ আগ্রহের কথা শোনা গেল ওয়ারেন ডিউট্রমের মুখে, ‘পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রচেষ্টায় আমরা আমাদের ভূমিকাটা রাখতে চাই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১