আপডেট : ১০ October ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের (বুয়েট) ট্রিপল-ই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর দুইটার এই মিছিল করে নেতাকর্মীরা। জানা যায়, সংগঠনটির দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে অনুষদ ভবন, বিজ্ঞান ভবন, ডায়না চত্ত্বর, প্রশাসন ভবন, প্রধান ফটক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ ও ফয়সাল সিদ্দীকী আরাফাত। এদিকে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে দেখা যায়নি ইবি শাখার বর্তমান কমিটির সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে। এসময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আলামিন জোয়ার্দ্দার, পল্লব, বিপুল, মাইদুল, সোহাগ, ইকবাল, রিমন, সাগর, রাব্বী, রেদওয়ান রনি প্রমুখ। কর্মসূচি থেকে ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটছাত্র আবরার হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন এবং এই হত্যাকা- নিয়ে অপরাজনীতি না করতে আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১