বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০১৯

একতার ঘরে দিশা


একতা কাপুরের হাতে আটকা পড়লেন দিশা পাটানি। তবে এই আটকে যাওয়া সিনেমার জন্য। সম্প্রতি পরবর্তী সিনেমার জন্য দিশাকে পাকা কথা দিয়ে কাপুর-ঘরে আনলেন একতা কাপুর।

ছোটপর্দার সম্রাজ্ঞী একতা কাপুরের সিনেমার সাফল্যও কম নয়। আর ‘ভারত’ সিনেমার নায়িকা দিশা পাটানিও কাজে-সাজে এই সময়ের অনন্যা। এই দুইয়ে মিলে গেলে বলিউডে চমৎকার কিছু হবেই। তাই নতুন হাস্যরসাত্মক সিনেমার জন্য দিশাকে সাইন করালেন একতা কাপুর। সিনেমাটি নারীনির্ভর। লিখেছেন ‘ড্রিম গার্ল’ সিনেমার পরিচালক রাজ সান্ডিল্যা।

রাজ ‘ড্রিম গার্ল’য়ের আগেই নতুন এই ছবির গল্প শুনিয়েছিলেন একতাকে। কিন্তু একতা আগে আয়ুষ্মান খোড়ানার ‘ড্রিম গার্ল’ বানাতেই আগ্রহী ছিলেন বেশি।

নতুন এই ছবিটি পরিচালনা করবেন ‘মেরে ড্যাড কি মারুতি’র পরিচালক আসিমা চিববর। পুরো টিম ভীষণ উচ্ছ্বসিত নতুন এই সিনেমাটি নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় ফিটনেস নিয়ে সব সময় আলোচনায় থাকা দিশা পাটানি অবশ্য মাত্রই শেষ করলেন ‘মালাঙ্গ’ সিনেমার কাজ। মোহিত সুরির এই সিনেমাটি ২০২০ নাগাদ মুক্তি পাবে বড়পর্দায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১