বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০১৯

ভোমরা স্থলবন্দর দিয়ে আসছে ৮০ ট্রাক পেঁয়াজ


ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আসছে ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ।

ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষমাণ ট্রাকগুলো শনিবার দুপুর পৌনে ২টা থেকে ভোমরায় আসা শুরু করে।

বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার আগের এলসির আওতায় প্রায় ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ দেশে আসার জন্য ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষমাণ ছিল। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে শনিবার দুপুরে পেঁয়াজের ট্রাকগুলো ভোমরায় প্রবেশ করতে শুরু করেছে।

সন্ধ্যা পর্যন্ত ট্রাকের আসা অব্যাহত থাকবে বলে ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের আশা, এ পেঁয়াজ দেশে আসার পর বাজারে পণ্যটির দাম কিছুটা হলেও কমবে। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে দাম আকস্মিকভাবে বেড়ে যায়। বর্তমানে সাতক্ষীরার খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ ৭৫-৮০ এবং দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১